প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট শুরু
কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২০। কুর্মিটোলা গলফ ক্লাবে ৩১ জানুয়ারি সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট লে: জেনারেল শেখ মামুন খালেদ এবং প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম খান ও ফায়সাল রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো: এনায়েত উল্লাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো: তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব:), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব:), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন লে: কর্ণেল মো: আবদুল বারি (অব:) এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।