ওয়ার্নারের পর বলিউডে পা রাখতে যাচ্ছেন ব্র্যাভো

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডোয়েন ব্র্যাভো

ডোয়েন ব্র্যাভো

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। আজ শনিবার মাঠে নামছে কেকেআর। এ ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। তিনি জানান কেকেআর মালিক শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউডে।

কয়দিন আগেই দক্ষিণ ভারতীয় সিনেমায় পা রেখে খবরের শিরোনাম হয়েছিলেন সাবেক অজি তারকা ডেভিড ওর্য়ানার। তখন বলিউডে পা রাখার ঘোষণা নিজেই দিয়েছিলেন ওয়ার্নার আর এবার তার পদাঙ্ক অনুসরণ করেই ক্রিকেটাঙ্গানের আরো এক তারকা পা রাখতে যাচ্ছেন সিনেমার দুনিয়ায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে একটি সাক্ষাৎকারে ব্র্যাভো বলেন, ‘আমি এখন অবসর নিয়েছি। ফলে জীবনযাত্রা অনেক শৃঙ্খলাবদ্ধ। আশা করছি, ভবিষ্যতে আমাকে বড় পর্দায় দেখতে পারবেন। শাহরুখ খান আমাকে বলিউডের সিনেমায় কাজ করার কথা দিয়েছেন। এখন আমি দলের সঙ্গে আছি। এখন তো রোজই ওর সঙ্গে দেখা হবে।’

ক্রিকেট ক্যারিয়ারে বেশ সফল ছিলেন ৪১ বছর বয়সী ব্র্যাভো। খেলেছেন বিশ্বের দামি সব দলের হয়ে। আর জাতীয় দলের জার্সিতেও বেশ পরিচিত ছিলেন। তিনবার আইপিএল জিতেছেন ব্র্যাভো। চেন্নাই জার্সিতে তিনি কিংবদন্তি। গোটা বিশ্বজুড়ে অসংখ্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

ক্রিকেটের পাশাপাশি গান ও নাচ খুব পছন্দ করেন তিনি। সুযোগ পেলেই অনুশীলনও করেন। কয়েকদিন আগে কেকেআরের অনুষ্ঠানে গাইলেন তার বিখ্যাত গান, ‘চ্যাম্পিয়ন’। তখন ব্র্যাভো বলছিলেন, “সঙ্গীতের কোনও সীমানা নেই। ডিজে ব্র্যাভোর গান শুনলে মানুষ অনুপ্রাণিত হয়, আনন্দে নেচে ওঠে। সেই শক্তি নিয়েই আমি বেঁচে থাকি।’