ওয়ানডে নয় পাকিস্তানের বিপক্ষে টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ
-
-
|

সংগৃহীত
চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এশিয়ান কাপ ক্রিকেট। যেখানে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে বলে ঝড় তুলবেন খেলোয়াড়রা। আর পরের বছর মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের বড় দুই আসর যখন টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে তখন নিজেদের ম্যাচেও পরিবর্তন নিয়ে এসেছে বিসিবি-পিসিবি। ওয়ানডে খেলার কথা থাকলেও তার বদলে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে দুই দলের। সেই সময় পাকিস্তানে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি ফারুক আহমেদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুটি ৮ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেন। তার প্রস্তাবে সাড়া দেয় পিসিবিও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের ৮টি ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বিসিবির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডের সিরিজ। কিন্তু সেটিও এখন টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়ে গেছে।
ম্যাচের ফরম্যাট পরিবর্তন হওয়া নিয়ে বিসিবির এক কর্মকতা জানান, আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত এ কারণেই দুই বোর্ড মনে করেছে এখন টি-টোয়েন্টি ম্যাচই বেশি খেলা উচিত। তা ছাড়া আমাদের মতো পাকিস্তান দলও ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদেরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। এই অবস্থায় টি-টোয়েন্টি সংস্করণে দল গোছাতেও এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন।’
বাংলাদেশে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরে হোম অব ক্রিকেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এদিকে আবার টি- টোয়েন্টিতে দলকে কে নেতৃত্ব দিবে তা নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে।