আইপিএলের উদ্বোধনী মাতালেন শাহরুখ-দিশা পাটানি-শ্রেয়া
-
-
|

সংগৃহীত
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল! দর্শকদের মন মাতাতে বৃষ্টির চোখ রাঙানোকে পাশ কাটিয়ে মাঠে গড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে কলকাতার ইডেন গার্ডেনে বসেছিল বলিউডের তারকার হাট। বলিউডের কিং খ্যাত শাহরুখ খানের সঞ্চালনায় আধঘন্টার এ অনুষ্ঠানে গান পরিবেশনা করেন শ্রেয়া ঘোষাল।
আইপিএলের আগের দিন টানা বৃষ্টি থাকায় যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পর্দা উঠল আইপিএলের জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্টানের। যেখানে বলিউড অভিনেত্রী দিশা পাটানির কোমর দোলানোর উষ্ণতায় বৃষ্টির হিম কেটে গেছে। পরে অনুষ্ঠানের মঞ্চে আসেন দেশটির অন্যতম গায়িকা শ্রেয়া ঘোষাল।
আসরের অংশ নেওয়া দশ দলের জন্য দশটি আলাদা গান পরিবেশন করলেন তিনি। সব শেষে তাকে সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইতে শোনা গেল । মঞ্চ মাতাতে আসেন আরেক ভারতীয় রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গাইলেন তিনি। হাল আমলের ‘তউবা তউবা’ গাইতেও শোনা গেল তাকে। শেষ গানে করণের সঙ্গে কোমর দোলালেন দিশা।
বলিউড কিং শাহরুখ এরপর মঞ্চে ডেকে নেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা খেলোয়াড় বিরাট কোহলি ও কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিংকে। কোহলি ও রিঙ্কুকে প্রশ্ন করেন শাহরুখ। কোহলির কাছে জানতে চান, তাদের গোল্ড জেনারেশন (সোনার প্রজন্ম)-এর মতো কি নতুন প্রজন্ম (বোল্ড জেনারেশন) হতে পারবে? জবাবে কোহলি বলেন, নতুন প্রজন্ম যতই ভাল হোক না কেন, তারা থেকে যাবেন। রিংকু অবশ্য পাল্টা উত্তর দিয়েছেন। তিনি বলেন, তারাও কোনও অংশে কম নন। তখন শাহরুখ মজা করে বলেন, গোল্ড ও বোল্ড-এর মধ্যে তিনি ওল্ড জেনারেশনের সদস্য! এরই মাঝে আবার দুই খেলোয়াড়ের সঙ্গে খানিকটা নাচলেনও বলিউড কিং।
এরপর মঞ্চে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ সাইকীয়া,আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার পর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কেক কাটেন তারা। সবশেষ দুই দলের অধিনায়ক সহ শ্রেয়া, দিশা ও করণকে ডেকে নিয়ে অনুষ্ঠান শেষ করলেন শাহরুখ।