বাংলাদেশের পথেই হাঁটছে ভারত?
-
-
|

হামজা চৌধুরী
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ফুটবলের সর্বোচ্চ আসর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়া চৌধুরীর। আর হামজা দলে ভেড়ায় দলের অবস্থা যে আগের চেয়ে উন্নত হয়েছে সেটা বাংলাদেশ ফুটবলের দলের খেলোয়াড়দের দেখলেই অনুমেয়। আর এবার বিদেশি ফুটবলারদের টানতে ভারতীয় ফুটবল ফেডারেশনও সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে হামজারা। আর এ ম্যাচের আগে দলকে ভারী করতে নিজেদের পরিকল্পনা সর্ম্পকে জানালেন ভারতীয় ফুটবল ফেডারেশন প্রধান কল্যাণ চৌবে।
গণমাধ্যমকে তিনি বলেন,‘আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভুতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতোমধ্যেই এই কাজ করেছে। যত দিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে তত দিন এখনকার প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে।’
হামজা বাংলাদেশ দলে যোগদানের খবর চাউর হতে অবসরের আট মাসের মাথায় আবারো মাঠে ফিরলেন দেশটির তারকা খেলোয়াড় সুনীল ছেত্রী। দলে তার বিকল্প তৈরি না হওয়ার পেছনের কারণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন,‘ এখনও আমরা সুনীলের মতো এক জন খেলোয়াড়ের উপর নির্ভর করে রয়েছি। কে ওর জায়গা নেবে, এই প্রশ্নের উত্তর এখনই খুঁজতে হবে। ভারতীয় স্ট্রাইকার তুলে আনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।’
অবশ্য মাইকেল চোপড়া, ইয়ান ধান্ডাসহ একাধিক ফুটবলারকে ভারতের হয়ে খেলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবই আটকে গেছে নিয়মের বেড়াজালে। মাইকেল একাধিকবার ভারতের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। এখন দেখা যেতে পারে কতদূর এগোতে পারে ফেডারেশন।