‘বিসিবি নিয়মিত যোগাযোগ করলে খুশি হতাম’
-
-
|

সাকিব আল হাসান
এক সময় বাংলাদেশ ক্রিকেট দল বলতে সারা বিশ্বের মানুষ যাকে চিনতো, সেই সাকিবই এখন হয়েছে পরিত্যাজ্য। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও অসহযোগিতার স্বীকার হয়েছেন বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। মূলত বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে না ডাকা নিয়ে বিসিবির আচরণে আক্ষেপ প্রকাশ করেন এই অলরাউন্ডার।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে সাকিবের। গত সপ্তাহে বোলিং অ্যাকশনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে খারাপ সময় পার করতে হয়েছে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে। লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে আসা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শুধু ব্যাটার হিসেবে না নিয়ে দলের বাইরে রাখে বোর্ড। সাকিব মনে করেন এই ব্যাপারটা আরও ভালোভাবে ম্যানেজ করতে পারত পারত বিসিবি।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ বিষয়ে সাকিব বলেছেন,‘দেখুন, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যদি সে ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি অনেক খুশি হতাম।’ সাকিবের দাবি তাকে দলে নিতে নির্বাচকরা আগ্রহ প্রকাশ করে নি। বোলিং অ্যাকশনে পড়ার পর তার শৈশবের মেন্টর মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহব্যাপী ক্যাম্প করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
যাতে করে পূর্বে ব্যর্থ হওয়া বোলিং টেস্টের জন্য প্রস্তুতি নিতে পারেন। তবে সেখানে বোর্ডের আগ্রহ ছিল না। ফলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যথেষ্ট সময়ের মধ্যে তার বোলিং অ্যাকশন ক্লিয়ার করতে পারেননি। আর সম্প্রতি তার ব্যাটিং পারফরম্যান্স কমে যাওয়ায় নির্বাচকরা তাকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নিতে আগ্রহী ছিলেন না।
জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নেওয়ার জন্য বিসিবিকে অনুরোধও করেছিলেন সাকিব। তবে বিসিবি সেটাকে এড়িয়ে গেছে। রাজনৈতিক কারণে দেশের ক্রিকেট ভক্তদের একাংশ চান না সাকিব দেশের জার্সিতে ক্রিকেটে ফিরুক। যে কারণে হয়ত বোর্ডও জনরোষের মুখে না পড়তে তাকে ছাড়াই দল ঘোষণা করেছিল।