আইপিএলে বাদ পড়লেন ইরফান পাঠান
-
-
|

ইরফান পাঠান
ক্রিকেটে খেলোয়াড়রা মাঠে লড়েন। তবে তাদের লড়াইয়ের উত্তাপ মাঠের বাইরে থেকে টের পাওয়া যায় ধারাভাষ্যকারদের কণ্ঠে। তাই এবারের আইপিএলের শুরুর আগেই আসেরের উত্তাপ দর্শকদের কানে ছড়িয়ে দেওয়ার জন্য থাকা ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে বাদ পড়েছেন গত দুই বছর ধরে আসরে ধারাভাষ্যকারের ভুমিকায় থাকা ইরফান পাঠান।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গতকাল শুক্রবার বিসিসিআই প্রকাশিত আইপিএলের ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়েছে ইরফান পাঠানের নাম। ভারতের বেশকিছু ক্রিকেটার পাঠানের বিরুদ্ধে অভিযোগ করায় তাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের দাবি, ইরফান ব্যক্তিগত রোষ থেকে ধারাভাষ্যে তাদের নিয়ে সমালোচনামূলক কথা বলেন।
সেখানো আরো বলা হয়েছে, পাঠান ধারাভাষ্যে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে নেওয়া সিদ্ধান্ত টেনে আনেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটারেরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঠানের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনামূলক কথা সেই তারকা ভালোভাবে নেননি।
এদিকে আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় সময় পাঠানের আত্ম অহমিকা দেখানো ভালোভাবে নেয়নি বিসিসিআইও। সূত্রটির দাবি, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
আজ বাংলাদেশ সময় রাত আটটায় কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গুলুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছেন আইপিএলের চলতি আসর। এবারের ধারাভাষ্যকারদের মধ্যে আছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটনসন, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্সসহ ২৫ বর্তমান ও সাবেক ক্রিকেটার।