শেষ বলের নাটকীয়তার ম্যাচে জয় পারটেক্সের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেষ ওভারে প্রয়োজন ১০ রান। হাতে আছে মাত্র এক উইকেট। ৪ বলে যখন ৬ রান প্রয়োজন ক্যাচ ওঠালেন মোহাম্মদ রাকিব। তবে তা হাত ফসকে গেছে নাইম হাসানের। আর সেই রাকিবই জয় নিয়ে ছেড়েছেন মাঠ। ঢাকা প্রিমিয়ার লিগের( ডিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

ডিপিএলের আজ সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ২১৮ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় পারটেক্স। রাকিব অপরাজিত ছিলেন ৮০ রানে।

বিজ্ঞাপন

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১ রান ফিরে যান ওপেনার জয়রাজ শেখ। আরেক ওপেনার সাব্বির রহমান ও ফিরেছেন ১৪ রান করে। দলীয় ৫৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে চাপে পরে পারটেক্স। এরপর দলের হাল ধরেন উইকেটরক্ষক আদিল ও তানভীর হোসেন। আদিল করেন ৩২ রান। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন রাকিব। খেলেছেন ১০৩ বলে ৮০ রানের ইনিংস। আর তাতেই ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে পারটেক্স।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে অগ্রণী ব্যাংক। ব্যাটিংয়ে বড় কোনো জুটি গড়তে পারেনি দলটি। দলটির হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন মার্শাল আইয়ুব। সাদমান ইসলাম ১৯ ও অধিনায়ক ইমরুল করেছেন মাত্র ১৯ রান। এছাড়া শুভাগত হোমের ২৪ বলে ২৭ রানের ইনিংসে ২১৮ তেই আটকে যায় ইমরুলের দল।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ২১৮/১০ ( মার্শাল আইয়ুব, সাদমান ইসলাম ৩১, নাইম ইসলাম ৩/৪১)
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ২১৯/৯ ( মোহাম্মদ রাকিব ৮০, আদিল ৩২)
ফল: ১ উইকেটে জয়ী পারটেক্স স্পোর্টিং ক্লাব)
ম্যাচসেরা: মোহাম্মদ রাকিব