ব্রায়ান্টের মৃত্যুতে শোকাহত সাকিব
শুধু যুক্তরাষ্ট্র নয়। কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবর সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। দেশের সীমানার বাইরেও অগণিত ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই বাস্কেটবল খেলোয়াড়। এ কিংবদন্তির প্রয়াণে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন সাকিব আল হাসানও।
মৃত্যুর খবর জানতে পেরেই নিজের অফিসিয়্যাল ফেসবুক পেজে প্রিয় তারকাকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের সেরা এ অলরাউন্ডার।
সোমবার (২৭ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে সাকিব লিখেন, ‘যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচণ্ড শোকাহত। সেইসাথে তাঁর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।’
রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস শহরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবে ব্রায়ান্ট। কোবে ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিয়া ওনোরসহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯জন।