যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি
-
-
|

বিরাট কোহলি
বিরাট কোহলি যেদিন মাঠে নামেন,সেদিন ক্রিকেটের পরিসংখ্যানের দিকে চোখ না বুলালে চলে না। কারণ মাঠে নামলেই যেন রেকর্ড করার জন্যই নামেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই রেকর্ড ভাঙা গড়ার মধ্য দিয়ে যাওয়া কোহলি আজও দাঁড়িয়ে আছেন এক রেকর্ডের সামনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ রাতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টির কারণে ম্যাচটি হওয়া নিয়ে জন্ম নিয়েছে শঙ্কা। তবে ম্যাচটি যদি আয়োজিত হয় তবে কোহলি গড়ে ফেলতে পারেন আরেকটি রেকর্ড।
আইপিএলের একমাত্র ব্যাটার হিসেবে চার দলের বিপক্ষে ১০০০ রানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। কলকাতার বিপক্ষে আজ যদি কমপক্ষে ৩৮ রান করেন তাহলে এই মাইলফলক স্পর্শ করবেন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। কলকাতার বিপক্ষে কোহলির রান সংখ্যা এখন ৯৬২।
এর আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০০০ রান করার কৃতিত্ব আছে কোহলির। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও ভারতের এই ব্যাটিংস্তম্ভ। ২৫২ ম্যাচে করেছেন ৮০০৪ রান। তবে বেঙ্গালুরুর হয়ে এখনো আইপিএল শিরোপার দেখা পাননি কোহলি।