‘বড় ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছেন’

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ভালো কিছু দিতে না পারায় আসর শেষে ওয়ানডেকে বিদায় বলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। তার কয়েকদিন পরে তার পথ অনুসরণ করলেন আরেক টাইগার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার একদিনের মাথায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। আর আগেই টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়ায় দেশের হয়ে লাল-সবুজ জার্সিতে আর দেখা যাবে না তাকে।

জাতীয় দলে মুশফিক-রিয়াদদের সঙ্গে অনেক দিন খেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দল থেকে সিনিয়র খেলোয়াড়দের এভাবে চলে যাওয়াটা তার কাছে অন্যরকম বিষাদের লাগছে। একসঙ্গে লম্বা সময়ের ড্রেসিংরুম শেয়ার করা তাসকিন অবশ্য দলের স্বার্থকেই বড় করে দেখছেন।

বিজ্ঞাপন

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,‘খেলোয়াড় হিসেবে সবারই একসময় অবসরে যেতে হবে। দুঃখের বিষয় হলেও এটাই বাস্তবতা, বড় ভাইয়েরা (মুশফিক-রিয়াদ) অনেক বছর সার্ভিস দিয়েছেন। এখন আমরা যারা আছি আর সামনে যারা আসবে তাদের দায়িত্ব নিতে হবে।’

এ সময় তিনি দলের ভবিষ্যৎ নিয়ে বলেন,‘১৫-২০ বছরের অভিজ্ঞতার তফাত, এটা পূরণ করা সময়েরও ব্যাপার। তারা অনেকদিন খেলেছেন, দেশকে জিতিয়েছেনও। তাদের মতো অভিজ্ঞদের তো দল অবশ্যই মিস করবে। এখন ৪-৫ জন যারা আছি ১০ বছর খেলে ফেলেছি, সামনে যারা আসবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। এই ট্রানজিশন পিরিয়ড যত দ্রুত ঠিক হবে তত দলের জন্য ভালো।’

বিজ্ঞাপন

এসময় উদীয়মান পেসার নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন,‘নাহিদ আমাদের অনেক বড় এক সম্ভাবনা, কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আরও উন্নতি করছে। ওর কঠোর পরিশ্রম, নিবেদন যদি ঠিক থাকে আশা করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’

চলতি ডিপিএলে মোহামেডানের হয়ে খেলা তাসকিন অবশ্য বল হাতে সুবিধে করতে পারছেন না। ইতোমধ্যে বল হাতে ১০ ওভারে ১০৭ রান দিয়ে আসরের সর্বোচ্চ খরুচে বোলারের তকমাটাও যুক্ত হয়েছে তার নামের পাশে।