আইপিএলের প্রথম ম্যাচ মাঠে না গড়ালে কী হবে?
-
-
|

সংগৃহীত
আজ পর্দা উঠতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের। জমজমাট এই আসরকে নিয়ে দর্শকরা পর্দা উঠার জন্য মুখিয়ে থাকলেও সেখানে সায় দিচ্ছে না কলকাতার আবহাওয়া। কালবৈশাখীর কারণে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কাও রয়েছে।
আইপিএলের নিয়মানুযায়ী আসরের বির্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় আসরের প্রথম ম্যাচ। যে কারণে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে মাঠে গড়ানোর কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি। তবে বৃষ্টির কারণে ম্যাচটি না হওয়ার শঙ্কায় বেশি বলে প্রতীয়মান হচ্ছে।
২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে কখনোই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়নি। কারণ সাধারণত আইপিএল যখন হয় তখন আবহাওয়া ম্যাচ বান্ধব থাকে। তবে আইপিএলে নিয়মে বলা আছে বৃষ্টির কারণে খেলা না হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কী। সে অনুযায়ী, বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ খেলার। ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২ টা ৩৬ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১১ টা ২৬ মিনিটের মধ্যে। আর যদি একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।
আলিপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, কালবৈশাখীর প্রভাবে আজ শনিবার পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড়ো বাতাসও হতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা দর্শকদের মনে আশা জাগাচ্ছে। তবে যদি বৃষ্টিা কারণে ম্যাচটি ভেস্তে যায় তাহলে কি হবে? সেটাও একটা প্রশ্ন। পাশাপাশি ইডেনের ড্রেনেজ সিস্টেম ও বেশ উন্নত, যে কারণে বৃষ্ট শেষে ম্যাচ মাঠে গড়াতে বেশি সময় লাগবে না।