পরিত্যক্ত বিকেএসপির দুই ম্যাচ
-
-
|

ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আজ যথারীতি তিন ম্যাচ হওয়ার কথা ছিল। তবে মেঘলা আবহাওয়ার কারণে আলোক স্বল্পতায় গুলশান ক্রিকেট ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচের পাশাপাশি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটিও।
ডিপিএলের সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচটি আয়োজিত হলেও বিকেএসেপির দুই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যার ফলে চার দলকেই সমান ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে।
এ দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে গুলশান এবং ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রূপগঞ্জ। অন্যদিকে ৭ রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে রূপগঞ্জ টাইগার্স এবং সমান পয়েন্ট নিয়ে ঠিক তার পরেই ব্রাদার্স ইউনিয়ন।
দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দিনের একমাত্র ম্যাচে লড়াই করছে অগ্রণী ব্যাংক ও পারটেক্স। যেখানে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে ইমরুল কায়েসের দল অগ্রণী। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৪ রান করেছেন মার্শাল আইয়ুব। সাদমান ইসলাম ১৯ ও অধিনায়ক ইমরুল করেছেন মাত্র ১৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ১৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে পারটেক্সের সংগ্রহ ৫১ রান।