বক্সিং কিংবদন্তি ফোরম্যান হার মানলেন জীবনযুদ্ধে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জর্জ ফোরম্যান

জর্জ ফোরম্যান

বক্সিংয়ের কোর্টে সারাজীবন অপ্রতিরোধ্য ছিলেন তিনি। প্রতিপক্ষের কাছে খুব একটা হারতে হয়নি তাকে। তবে জীবনের প্রতিযোগিতায় হার মানতে হলো অলিম্পিক স্বর্ণপদকজয়ী এবং আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমার জর্জ ফোরম্যানকে। শুক্রবার ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দুইবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ফোরম্যান। সর্বকালের অন্যতম সেরা এই বক্সারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

ফোরম্যানের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তার পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জর্জ ফোরম্যান সিনিয়রের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। পরিবারকে পাশে রেখেই ২১ মার্চ তিনি শান্তির সঙ্গে মারা গেছেন।’
১৯৪৯ সালে টেক্সাসে জন্ম নিলেও ফোরম্যান বেড়ে ওঠেন হিউস্টনে। ১৯৬৮ সালে মাত্র ১৯ বছর বয়সে হেভিওয়েট বক্সিংয়ে স্বর্ণপদক জেতেন তিনি। তবে তার জীবন আচমকা মোড় নেয় যখন তিনি জানতে পারেন যার কাছে এতদিন বড় হয়েছেন, সেই জেডি ফোরম্যান তার জন্মদাতা বাবা নন। এর ছয় বছর পর আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর কাছে, সেই বিখ্যাত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ হেভিওয়েট লড়াইয়ে ফোরম্যান প্রথমবারের মত শিরোপা হারান।

বিজ্ঞাপন

এর মাত্র তিন বছর পর সবাইকে অবাক করে দিয়ে মাত্র ২৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দেন ফোরম্যান। তবে ১০ বছর পর আবারো রিংয়ে ফেরেন তিনি। মোহাম্মদ আলীর বিপক্ষে হারের ঠিক ২০ বছর পর ১৯৯৪-এ মাইকেল মুরারকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বার এবং সবচেয়ে বেশি বয়সী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। যে রেকর্ড টিকে ছিল ২০ বছর। ফোরম্যানের শেষ লড়াই ছিল ১৯৯৭ সালের নভেম্বরে। সেই লড়াইয়ে তিনি হেরে যান শ্যানন ব্রিগসের কাছে।