দল না পেয়েও আইপিএলে আছেন উইলিয়ামসন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিবেচনা করা হয় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে শিরোপা জয়ের কৃতিত্ব আছে তার। তবে আইপিএলের এবারের আসরের নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

তবে আইপিএলের ১৮তম আসরে দল না পেলেও নতুন ভূমিকা পালন করবেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটারকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেখানে নাম আছে সাবেক এই কিউই অধিনায়কের।

বিজ্ঞাপন

আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই নাম সরিয়ে নিয়েছিলেন। তাই এই সময়টা আইপিএলে ধারাভাষ্য দিয়েই কাটাবেন তিনি।

আজ রাত ৮ টায় কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। তবে বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচ ভেসে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৫ মে পর্দা নামবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের। 

বিজ্ঞাপন