আইপিএলের উদ্বোধনী ম্যাচই বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ পর্দা নামতে যাচ্ছে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভক্ত-সমর্থকেরা যেখানে কয়েক ঘন্টার অপেক্ষার প্রহর গুনছেন,সেখানে উদ্বোধনী দিনেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

নিয়ম অনুযায়ী আইপিএলের উদ্বোধনী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই হয়। সে হিসেবে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামার কথা দুই দলের। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আইপিএল শুরুর জন্য আদর্শ নয়। গতকাল দুই দলের অনুশীলনেও হানা দিয়েছিল বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই একই ঘটনা ঘটতে পারে আজও।

বিজ্ঞাপন

ভারতের মেটেওরোলোজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়াকে ‘ওরেঞ্জ এলার্ট’ হিসেবে চিহ্নিত করেছে। যা নেতিবাচকভাবে দ্বিতীয় সর্বোচ্চ (বিরূপ) আবহাওয়ার পূর্বাভাস। কলকাতার আবহাওয়া অফিসও আজ সারাদিনই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। দিনে সর্বোচ্চ ২৯ এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।