জয়ের পর স্কালোনি বললেন,‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি!’
-
-
|

ছবি: সংগৃহীত
লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার একাদশ ভাবাই যায় না। প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করা মেসি আজ উরুগুয়ের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। সঙ্গে লাউতারো মার্টিনেজও ছিটকে গেছেন দল থেকে। এমন সাদামাটা আক্রমণভাগ নিয়ে আর্জেন্টিনা জিততে পারবে কিনা তা নিয়ে ছিল সংশয়।
তবে মেসিদের অভাব এই ম্যাচে খুব একটা টের পেতে দেননি হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা আর গিলিয়ানো সিমিওনেদের নিয়ে গড়া আক্রমণভাগ। উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচ যেখানে হার দিয়ে শেষ করেছিল আর্জেন্টিনা,সেখানে আর প্রতিপক্ষের মাঠ থেকেই জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির দল। আর তাই তো ম্যাচ শেষে স্কালোনি বললেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি!’
আজ ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি স্কালোনির দল। বল দখলে পুরো ম্যাচ জুড়েই এগিয়ে ছিল স্বাগতিক উরুগুয়ে। তবে গোলবারের সামনে গেলেই আর্জেন্টিনার রক্ষণভাগের সামনে দাঁড়াতেই পারেনি উরুগুয়ের আক্রমণভাগ। অন্যদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা বারবার গোলবারে শট নিয়েও তা জাল খুঁজে পাচ্ছিল না। তবে ম্যাচের ৬৮ মিনিটে বদলে যায় সব সমীকরণ। থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হলে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি! শুধু জয়ের জন্য নয়; বরং ছেলেরা যেভাবে খেলেছে, তার জন্য। আমরা পরিপূর্ণ একটা ম্যাচ খেলতে পেরেছি। চাপ সয়ে নিতে পেরেছি। যখন আক্রমণাত্মক খেলার দরকার ছিল, খেলেছি। যখন রক্ষণাত্মক দরকার ছিল, সেটাও খেলেছি।’
মেসি-মার্টিনেজের অভাব বোধ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘আমাদের জাতীয় দল এমন একটি দল, কেউ একজন না থাকলে আরেকজন সেখানে ভূমিকা রাখে। এমনকি আজ যখন গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিল না, তারপরও আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছি। ’
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ বুধবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। সে ম্যাচে ড্র করলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা।