মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচটা হার দিয়ে শেষ করেছিল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তবে এবার সেই হারের প্রতিশোধ নিয়েছে তারা। আর এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে আরও এক ধাপ এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। উরুগুয়ের মাঠে দারুণ লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন থিয়াগো আলমাদা।

শনিবার সকালে (বাংলাদেশ সময়) বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে আরও এগিয়ে গেল আর্জেন্টিনা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথ অনেকটাই পরিষ্কার করে ফেলেছে তারা।

বিজ্ঞাপন

উরুগুয়ে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও পরিষ্কার সুযোগ বেশি তৈরি করেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেলেও উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেত ছিলেন দুর্ভেদ্য দেয়ালের মতো। তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি। ম্যাচের ৬৯তম মিনিটে হুলিয়ান আলভারেজের কাটব্যাকে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিয়াগো আলমাদা। বলের নাগাল পেতে ঝাঁপিয়েও ব্যর্থ হন উরুগুয়ের গোলরক্ষক।

উরুগুয়ে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, কারণ আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালার মতো তারকারা ছিলেন না। আর্জেন্টিনার মিডফিল্ডাররাও নিচে নেমে রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন। প্রথম ২০ মিনিটে দুই দলই বেশ কিছু অর্ধ-সুযোগ তৈরি করলেও গোলের জন্য ভালো শট নিতে পারেনি কেউ। ৩৩তম মিনিটে উরুগুয়ের জর্জিয়ান দে আরাকায়েস্তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

বিজ্ঞাপন

প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ৪৩তম মিনিটে। আলমাদার শট ফিরিয়ে দেন গোলরক্ষক রোচেত, ফিরতি বলে এনসো ফার্নান্দেজের শট আবার ব্যর্থ করেন হোসে মারিয়া হিমেনেজ। ফলে গোলশূন্য থেকেই শেষ হয় ।

বিরতির পর আর্জেন্টিনা আরও গোছানো আক্রমণে নামে। ৪৮তম মিনিটেই আলমাদার শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রোচেত। ৬২তম মিনিটে জুলিয়ানো সিমেওনের শট পা দিয়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক, আর্জেন্টিনার অপেক্ষা বাড়তে থাকে। তবে ৬৯তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আলভারেজের কাটব্যাকে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে দুর্দান্ত গোল করেন আলমাদা, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আর্জেন্টিনার জন্য।যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। তবে ততক্ষণে জয় প্রায় নিশ্চিত ছিল স্কালোনির দলের।

এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্র নিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে ২২ পয়েন্ট নিয়ে একুয়েডর, ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে প্যারাগুয়ে। টানা তিন হারের পর ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া।

আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা। এছাড়া বলিভিয়া তাদের পরের ম্যাচে পয়েন্ট হারালেই সরাসরি নিশ্চিত হয়ে যাবে স্কালোনির দলের বিশ্বকাপ খেলা। বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।