সেঞ্চুরি করেও আফসোস সোহানের
-
-
|

নুরুল হাসান সোহান
কথায় আছে সব ভালো তার শেষ ভাল যার! কিন্তু এমনটাই হয়নি আজকের ডিপিএলে, সেঞ্চুরি করেও শেষপর্যন্ত দলকে জেতাতে পারলেন না ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ডিপিএলে আজ শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৩ রানের ব্যবধানে হেরেছে তার দল।
ডিপিএলে ধানমন্ডিকে ২১৭ রানে লক্ষ্য দিয়েছিল মোহামেডান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হাসান সোহানের দল। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও সোহানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দল। বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান। তবে শেষ পর্যন্ত নিজে ১০০ রানে থামেন আর দল থামে ১৯৩ রানে। এটা অবশ্য মেনে নিতে পারেন নি তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস নিজের হতাশায় শোনালেন। তিনি বলেন, ‘দল না জিতলে আসলে এরকম ১০০ আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। তো এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে আসলে (ভালো লাগতো) এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকতো।’
এসময় জাতীয় দলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সব সময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য, এবং যদি সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দিব। ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। বাট যেখানে শেষ করেছি আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আবার শুরু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি আবার সুযোগ পাই।’