সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না সোহান

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

৯৩ বলে সেঞ্চুরি করে থামেন নুরুল হাসান সোহান। অন্যসময় সচরাচর সেঞ্চুরি উদযাপন করার কথা থাকলেও আজ শুক্রবার সেঞ্চুরি করেও মলিন মুখে বিদায় নিয়েছেন তিনি। কারণ সেঞ্চুরির পরও আসরের তারকাবহুল দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানের ব্যবধানে হেরেছে তার দল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এ জয়ে আসরে ৫ ম্যাচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তামিম ইকবালের দলটি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ভাল করতে পারে নি মোহামেডান। ওপেনিংয়ে নামা অধিনায়ক তামিম ইকবাল অন্য ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল থাকলেও আজ অনেকটা নিরসই ছিল। ৫৩ বল খেলে মাত্র ২৬ রান করে মাঠ ছাড়েন তিনি। তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ব্যবধানে বাড়াতে কিছুটা স্থির হয়ে খেলেন। এরই মাঝে অপরপ্রান্তের ররি তালুকদার আউট হয়ে মাঠের বাইরে গেলে রানে গতি কমে আসে তাদের। ৬৪ বলে ৩৯ রান করেন তিনি।

বিজ্ঞাপন

চারে নামা সাইফ উদ্দিন আউট হন রানের খাতা খোলার আগেই। তবে সাজঘরে ফেরার লাগাম টেনে শেষপর্যন্ত তাওহিদ হৃদয়ের অপরাজিত ৫৭ রানের ইনিংসে ভর করে লড়ার মতো পুঁজি তুলে মোহামেডান। ৪৭ বলের ইনিংসটি চারটি ৪ দিয়ে সাজান তিনি। দলের হয়ে মেহেদি হাসান মিরাজ করেন ২৬ রান। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে দলটি। ধানমন্ডির হয়ে ৩টি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। হাসান মুরাদ ২ টি ও সানজামাউল ইসলাম নেন ১ টি করে উইকেট।

জবাবে ২১৭ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে মোহামেডানের বোলারদের তোপের মুখে পড়ে ধানমন্ডি। শুরুতেই ৪.২ ওভারে ৩৮ রানে উইকেট হারায় তারা। এর ১.৫ ওভারের মধ্যেই আরো দুটি উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ের হাল দলে অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। তার ৯৩ বলে করা সেঞ্চুরির ওপর ভর করে কোনোমতে হারের ব্যবধান কমায়। তবে ৪৩.২ ওভারে তিনি আউট হলে আর কেউ ২২ গজে স্থিত হতে পারে নি। দলের হয়ে ১৬ বলে ৩১ রান করেন ওপেনার হাবিুবর রহমান। তাতে ২৩ রানের ব্যবধানে হারে দলটি। মোহামেডানের ৩ টি উইকেট নেন সাইফ উদ্দিন। আর ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ আর তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর :
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২১৬/৬ (তাওহিদ হৃদয় ৫৩* অঙ্কন ৪৪; রাব্বি ৫৪/৩)
ধানমন্ডি স্পোর্টস ক্লাব -৪৩.৩ ওভারে ১৯৩/১০ (সোহান ১০০, হাবিব ৩১; সাইফ ৩৪/৩)
ফল : মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৩ রানে জয়ী
ম্যাচসেরা : কাজী নুরুল হাসান সোহান