হাসানের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

এটাকেই হয়ত কামব্যাক বলে! বিশ্ব টি টোয়েন্টির ইতিহাসে আজ এক রেকর্ড গড়ল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের যেখানে প্রথম দুই ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে হেরেছিল বাবর আজমহীন পাকিস্তান। সেখানে আজ সিরিজের শেষ ম্যাচ জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। পাশাপাশি ২০ ওভারের ম্যাচে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেওয়ায় টি-টোয়েন্টি ইতিহাসেও রেকর্ড গড়েছে তারা।

অকল্যান্ডের ইডেন পার্কে ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত ইনিংস খেলার দিনে দলের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ। আর তার রেকর্ড গড়া ইনিংসের দিনে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আজ শুক্রবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। দ্রুত দুই উইকেট হারানোর পরে একপর্যায়ে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন মার্ক চ্যাপম্যান। বাঁহাতি এই ব্যাটারের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২০৪ রানে থামে স্বাগতিকরা।

জবাবে ২০৫ রান তাড়ায় ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে পাকিস্তান। অকল্যান্ডের ছোট বাউন্ডারির পুরো ফায়দা উঠিয়েছেন সালমান, নওয়াজ, হারিসরা। প্রথম উইকেটে হারিসের সঙ্গে ৭৪ রানের পর দ্বিতীয় উইকেটে সালমান আগার সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটি। এর মধ্যে ৩০ বলে ৭৫ রানই তোলেন নেওয়াজ।

বিজ্ঞাপন

৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসে ১০ টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। ২৬ বলে ফিফটি স্পর্শ করা নেওয়াজ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৪ বলে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো পাকিস্তানি ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি এটি। এতোদিন ধরে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরিটি ছিল দ্রুততম সেঞ্চুরি।

এদিকে এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম রান তাড়ার রেকর্ডও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এতোদিন ধরে দ্রুততম রান তাড়ার রেকর্ড ছিল প্রোটিয়াদের। ২০১৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান ১৭.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তাদেরকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেল পাকিস্তান।