ঝড় তোলা সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে জেতালেন নাঈম
-
-
|

নাঈম শেখ
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামা নাঈম শেখ। একের পর এক সেঞ্চুরি দিয়ে দলকে জেতানোর পাশাপাশি রেকর্ডও গড়ছেন এই ওপেনার। সপ্তম রাউন্ডের ম্যাচে আজ শুক্রবার ব্যাটে ঝড় তুললেন তিনি। ৬৪ বলে ১০৪ রান্এসেছে তার ব্যাটে। তাতেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ জয় দিয়ে আসরের ৭ ম্যাচের ৪টিতে জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।
বিকেএসপিতে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে শাইনপুকুর। জবাবে ১৬০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২০ ওভারে ১ টি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছেঁ যায় প্রাইম ব্যাংক।
মাঠে নেমে শুরুতেই প্রাইম ব্যাংকের বোলারদের তোপের মুখে পড়ে শাইনপুকুর। দলীয় সংগ্রহ ১৮ রানে ২ উইকেট হারিয়ে পেলে তারা। এরপর দলের রানের হাল ধরার চেষ্টা করতে থাকা তিনে নামা শাহরিয়ার শাকিবও ইনিংসটা লম্বা করতে পারে নি। ২৯ রান করে তিনি ফেরেন মাঠ থেকে। শেষপর্যন্ত ফারজান আহমেদের ৩৮ রানের ইনিংসে ভর দিয়ে ১৫৯ রানের মাঝারি পুজিঁ তুলে শাইনপুকুর। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন শফিকুল ইসলাম ও নাজমুল অপু।
জবাবে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় অনেকটা হেসেখেলে পার পেয়ে যায় প্রাইম ব্যাংক। ওপেনিংয়ে নামা নাঈম শেখের ৬৪ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে নোঙ্গর করিয়ে দেয়। ৫ ছক্কাঁ আর ১১ চারে ১৬২.৫ স্ট্রাইক রেটে ইনিংসটি সাজান তিনি। আর বাকি কাজ শেষ করেন সাব্বির রহমান। ৪৮ বলে ৪৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।আর তিনে নামা শাহাদত দিপুর ১১ বলে ৯ রানে মাত্র ২০ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-৪৮.৪ ওভারে ১৫৯ রান/১০( ফারজান ৩৮, সাকিব ২৯; শফিকুল ২১/৩)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ২০.১ ওভারে ১৬১/১ (নাঈম ১০৪* সাব্বির ৪৭)
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা : নাঈম শেখ