জ্যোতিদের বিশ্বকাপ ক্যাম্প শুরু শনিবার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কারণে বৈশ্বিক ওই আসরে খেলতে মেয়েদের পার করতে হবে বাছাইপর্বের পরীক্ষা। আগামী মাসে পাকিস্তানের লাহোরে শুরু হতে যাওয়া বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে নিগার সুলতানার নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৯ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। যেখানে প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে থাইল্যান্ড। সেই ম্যাচকে সামনে রেখে আগামীকাল শনিবার থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। যেখানে নারী দলের সঙ্গে কাজ করবেন জাতীয় দলের দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্প। কাজ করবেন নারী দলের ব্যাটিং ইউনিট নিয়ে।

বিজ্ঞাপন

কাল থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১ এপ্রিল পর্যন্ত। যে কারণে সামনের ঈদুল ফিতরে ছুটি পাচ্ছেন না দলে স্কোয়াডের নারী ক্রিকেটাররা। এদিকে বাছাইপর্বে দলের সঙ্গে থাকবেন না কোনো পেস বোলিং কোচ। স্পিন কোচ হিসেবে থাকবেন ধীনুকা। আর দলের সঙ্গে নতুন করে ফিল্ডিং হিসেবে কোচ যুক্ত হয়েছেন দলের সাবেক ক্রিকেটার আশিক মজুমদার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল প্রথম দিনের অনুশীলনে মাঠে থাকবেন সব কোচ। আর ক্যাম্পে ঘাম ঝরিয়ে আগামী ৩ এপ্রিল বাছাইপর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল।

এদিকে পাকিস্তানে শুরু হওয়া বাছাইপর্বের দ্বিতীয় দিনে, অর্থাৎ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদেরকে প্রমাণ করবে জ্যোতিরা। আর পরের ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টায় এবং দিবারাত্রির ম্যাচগুলো দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

বিজ্ঞাপন