এমবাপের ফেরার দিনে হারল ফ্রান্স

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

লম্বা সময় পরে দলে ফিরছিলেন দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। তবে ফিরেও শেষ রক্ষা হয় নি ফ্রান্সের। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে কোচ দিদিয়ে দেশমের শিষ্যরা। অবশ্য প্রথম লেগে হারলেও দ্বিতীয় বার সুযোগ পাবেন এমবাপেরা।

ক্রোয়েশিয়ার ঘরের মাঠে গতকাল বল দখলে এগিয়ে থেকেও স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারী ফ্রান্সকে। যেখানে ১৬টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি কিলিয়ান এমবাপের দল। বিপরীতে মাত্র ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে ক্রোয়েশিয়া। বল দখলে পিছিয়ে থাকলেও ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি থেকে গোল করার সুযোগ মিস করেন আন্দ্রে ক্রামারিচ।

বিজ্ঞাপন

যদিও ম্যাচের প্রথম গোল পেয়েছে ক্রোয়েটরাই। ২৬ মিনিটে পেরিসিচের ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন আন্তে ক্রোয়েশিয়ার বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুকা মদ্রিচের দল।

গোল ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরদে চেষ্টা করলেও কোনো গোল করতে পারেনি ফ্রান্স। এমবাপ্পের বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকভিচ। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।

বিজ্ঞাপন

২-০ গোলের ব্যবধানে এ ম্যাচ হারলেও সেমিফাইনালে ওঠার পথে দ্বিতীয় সুযোগ পাবে ফ্রান্স। আগামী রোববার দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে মাঠে নামবে তারা। এর আগে ফরাসিদের বিপক্ষে প্রথম ৯ বারের দেখায় ৬ হার ও ৩ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ক্রোয়েটদের। তবে কালকের ম্যাচসহ পরপর দুই ম্যাচে ক্রোয়াটদের কাছে হারল দু’বারের বিশ্বকাপ জয়ীরা ।