ঘাটতি রেখে বাজেট পাস করল বাফুফে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

২০২৫ সালে বাংলাদেশ ফুটবল দলের জন্য বাজেট পাস করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) । আজ বৃহস্পতিবার বাফুফের নির্বাহী সভায় পাস হয় এ বাজেট। যেখানে সর্বমোট ৬২ কোটি টাকার বাজেটে ঘাটতি আছে ৫ কোটি টাকা। তাছাড়া এবারের বাজেটে খেলোয়াড়দের বিমার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লে সেই ফাঁকে নির্বাহী সভার বসেন তাবিথ আউয়ালে নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি। সেখানে টানা আড়াই ঘণ্টার বৈঠকের পরে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু মিডিয়া ব্রিফিংয়ে বাজেট পাসের কথা বললেও আর্থিক অঙ্কটা গোপন রেখেছেন। তবে সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে, প্রায় ৬২ কোটি টাকার বাজেট আজকের সভায় পাস হয়েছে। সেখানে বাফুফের সম্ভাব্য আয় ৫৭ কোটি ধরা হয়েছে যে কারণে ঘাটতি বাজেট আছে ৫ কোটি।

বিজ্ঞাপন

অবশ্য গেল বছরের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের দিন ২০২৫ সালের বাজেট ৬১ কোটি ৫২ লাখ টাকা উপস্থাপিত হয়েছিল। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর সেই বাজেট অনুমোদন দিয়েছে। বাফুফে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে যেমন ঋণী, তেমনি আবার পাওনাও রয়েছে। স্পন্সরশিপ সংক্রান্ত বিষয়ে বাফুফের দাবি– কে স্পোর্টস-বসুন্ধরার কাছে কয়েক কোটি টাকা পাওনা। এ নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।

আজকের সভায় জাতীয় দলের পাশাপাশি জুনিয়র-বয়সভিত্তিক পর্যায়েও ফুটবলারদের ইনজুরিজনিত স্বাস্থ্যগত বিষয়ে সহায়তার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে কমিটির এক কর্মকর্তা বলেন, ‘আমরা খেলোয়াড়দের ইনজুরির জন্য হারিয়ে যেতে দিতে চাই না। এজন্য তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করব। এটা আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমরা চুক্তি করব শিগগিরই। এতে ফুটবলাররা বিমার আওতায় আসবে।’

বিজ্ঞাপন

বাফুফে একসময় খেলোয়াড়দের ইনজুরি থেকে বাঁচাতে তাদের বিমার আওতায় এনেছিল। অবশ্য সেটা দীর্ঘদিন স্থায়ী হয়নি। তবে আজকের সভার খেলোয়াড়দের আবারো বিমার আওতায় আনার বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। অবশ্য মিডিয়া বিফ্রিংয়ে এটা নিয়ে বিস্তারিত বলা হয় নি।