আইপিএলকে ঘিরে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

আগামী শনিবার পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। ঘরোয়া ক্রিকেটের এই মহারণকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আজ বৃহস্পতিবার ক্যাপ্টেন্স মিট শেষ করেছে বোর্ড। তবে শেষ মুহূর্তে এসে খারাপ খবর দিয়েছে কলকাতার আবহাওয়া অধিদপ্তর।

২২ মার্চ ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা আইপিএলের। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিও শেষ। তবে শুরু আগে শঙ্কা শুরু হয়েছে কলকাতার আবহাওয়াকে ঘিরে। কারণ আগামী কয়েক দিন কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে ।

বিজ্ঞাপন

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি চলবে শনিবারও, যা শেষ হবে রোববারে। আর কালবৈশাখি সাধারণত দুপুর বা বিকেলের পর শুরু হয়। এদিকে ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ফলে ঝড়বৃষ্টি হলে ওই সময়ে খেলা ভেসে যেতে পারে।

এদিকে ৬ এপ্রিল ইডেনে হতে যাওয়া লখনৌ সুপার জায়ান্টাস ও আর কেকেআর ম্যাচে খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কারণ হিসেবে তারা জানিয়েছে ওই দিন রামনবমী উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বের হবে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে বিশৃঙ্খলার ছবিও দেখা গেছে। তাই সতর্ক হয়ে রামনবমীর দিন ইডেনে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতোমধ্যেই সিএবিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ।

বিজ্ঞাপন