শামির অনুরোধে পাল্টে যাচ্ছে নিয়ম
-
-
|

মোহাম্মদ শামি
বোলাররা সাধারণত বোলিংয়ে বাড়তি সুবিধার জন্য বল করার সময় খানিকটা লালা ব্যবহার করেন। তবে করোনা মহামারির সময়ে সংক্রমণের আশঙ্কায় বলের লালার বন্ধ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে আবারো লালার ব্যবহার ফেরাতে অনুরোধ করেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তার অনুরোধের সাড়া দিচ্ছে বিসিসিআই।
আর মাত্র একদিন পর অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসর। আসরকে সামনে রেখে দলের অধিনায়কদের নিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ক্যাপ্টেন মিট-এ বলে লালা লাগানোর বিষয়ে নতুন নিয়ম নিয়ে বিফ্রিং করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমের দাবি, আইপিএলের চলতি আসর থেকে কার্যকর হতে পারে বলে লালা ব্যবহারের এই নিয়ম। এ বিষয়ে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন,‘কোভিডের আগে পর্যন্ত বলে থুতু লাগানোর ক্ষেত্রে কোনও বাধা ছিল না। এখন সংক্রমণের ভয় আর নেই। তাই আইপিএলে থুতু নিয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে অবাক হওয়ার কিছু নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা জানি লাল বলের ক্রিকেটে এর প্রভাব অনেক বেশি। তবে সাদা বলের ক্রিকেটেও যাতে কোনও ভাবে এটা বোলারদের সাহায্য করতে পারে সেটা দেখা উচিত। চালু হওয়া উচিত আইপিএল থেকেই। কারণ বিভিন্ন দিক থেকে এই প্রতিযোগিতা যুগান্তকারী। দেখা যাক কী হয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলে লালা ব্যবহারের পর শামির সঙ্গে সুর মিলিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। তিনি বলেছিলেন, ‘যে সময় করোনা ভাইরাস ছিল, সেই সময় এই নিয়ম আনা হয়েছিল। বোলার হিসাবে আমার মনে হয় যে, একটু বাড়তি সুবিধা দেওয়া উচিত। একটা দল ৩৬২ রান করে দিচ্ছে। ৩০০ রানের উপর প্রায় সব ম্যাচেই উঠছে। তাই বোলারদের জন্য কিছু তো থাকাই উচিত। যদি সেটা অল্প থুতু ব্যবহার করলে পাওয়া যায়, তা হলে সেটা করতে দেওয়া উচিত।’
কোভিড মহামারি শুরুর পর মানুষের লালা থেকে সংক্রমণ ছড়াত। তা আটকাতে বলে লালা লাগানোর নিয়ম বন্ধ হয়ে যায়। ২০২২ সালে আইসিসি বলে লালা লাগানোয় নিষেধাজ্ঞা জারি করে। আর আইপিএল সেই নিয়ম মেনে নিয়েছিল।