সিদ্ধান্তহীনতায় প্রশ্নবিদ্ধ ক্যাবরেরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হ্যাভিয়ের কাবরেরা

হ্যাভিয়ের কাবরেরা

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ। আর সে ম্যাচের আগে একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। এমনকি ভারতের উদ্দেশ্য দেশত্যাগের সময়ও আজ বৃহস্পতিবারও তিনি নিয়মবহির্ভূত কাজ করে সমালোচনার জন্ম দিয়েছেন।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার ২০ দিন অতিবাহিত হওয়ার পরেও স্কোয়াড চূড়ান্ত করতে পারেন নি কাবরেরা। তাতে ২৩ জনের বদলে ২৪ জনকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল। বাফুফে সূত্রের বরাতে জানা গেছে, এই স্প্যানিশ কোচ গতকাল বুধবার কিংস অ্যারেনায় অনুশীলন শেষ হওয়া পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় চেয়েছিলেন। কিন্তু সেই সময় পেরিয়ে ভারতের বিমান ধরার আগেও দল চূড়ান্ত করতে পারেননি তিনি! তবে যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ ও ডিফেন্ডার তাজ উদ্দিন।

বিজ্ঞাপন

আর দেশ ছাড়ার আগ মুহূর্তে দলের ফটোসেশন নিয়েও জন্ম দিয়েছেন আরেক বিতর্ক। সাধারণত কোনো সফরের আগে চূড়ান্ত দলেরই ফটোসেশন হয়। সেখানে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের আঙিনায় ২৭ জন ফুটবলার, ১০ জন কোচিং স্টাফসহ ৩৭ জনের ফটোসেশন হয়েছে। যেটা ফুটবল ইতিহাসে বেশ বিরল ঘটনা।

তবে শুধু এবারই নয়, এর আগে তার বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি ৩৮ জনের দল দেওয়ার পর অনুশীলন না দেখেই পরবর্তী সময়ে ৮ ফুটবলারকে বাদ দেওয়ার অভিযোগ আছে। আর সৌদিতে অনুশীলনের পরে দল চূড়ান্ত করার আগে এককভাবে ফাহমিদুল ইসলামকে বাদ দিয়েছেন তিনি। যা নিয়ে দেশের ফুটবল ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়েছেন বাফুফের উপর।

বিজ্ঞাপন