বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে
-
-
|

সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত ম্যাচে আগামী মঙ্গলবার মাঠে নামবে ভারত। তবে তার আগে গতকাল মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচে নিজেদের ভালো করে ঝালিয়ে নিয়েছে দলটি। উড়ন্ত ম্যাচের শেষদিকে এসে আরেকটি বড় ধাক্কা খেয়েছে ভারত। দলের স্কোয়াড থেকে ঝরে গেছেন দলের মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ।
গতকাল বুধবার রাতে অবসরের আট মাস পরে ফের জাতীয় জার্সিতে ফেরা সুনীল ছেত্রীও গোল করেছেন মালদ্বীপের ম্যাচে। আর দলের ব্যবধান বড় করেন রাহুল বেকে ও লিস্টন কোলাসো। তবে ব্রেন্ডন চোটে পড়ায় কপালে ভাজঁ পড়েছে ভারতের কোচ মানোলা মাকের্জের।
গতকাল ম্যাচের ৪১ মিনিটে ইনজুরিতে পড়েন ব্রেন্ডন। এরপর জার্সিতে মুখ ঢেকে নেন তিনি। তবে ততক্ষণে যা বুঝার বুঝা হয়ে গেছে। ফুটেজ দেখে জানা গেছে বড় রকমের ইনজুরিতে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত হেঁটেও মাঠ ছাড়তে না পেরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে কোচ মানোলা মার্কেজের কণ্ঠেও ছিল হতাশা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা নিশ্চিত ব্রেন্ডন থাকছে না। আমরা অন্য কাউকে ডাকবো। ব্রাইসনকে নেয়া হবে স্কোয়াডে। যে আজ স্ট্যান্ডে ছিল। কিন্তু দেখা যাক কোন খেলোয়াড়– আসলে এটা দুর্ভাগ্য যে আইএসএলে শেষ ম্যাচে আমাদের তিনজন খেলোয়াড়কে হারাতে হয়েছে। সঙ্গে আগেরদিন ব্রেক সেশনে মানভির সিংকে হারাতে হয়েছে।’
এর আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লালিয়ানজুয়ালা ছাংতে। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রাইট উইঙ্গার এই তারকা ২০২৪ সালে ভারতের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। সম্প্রতি মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময়ে চোট পেয়েছেন তিনি। আর অজানা কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে স্ট্রাইকার মানভির সিং।
আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মূলত তিনজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই খেলবে তারা। তবে গতকাল মালদ্বীপকে যেভাবে হারিয়েছে সেভাবে খেলতে থাকলে হামজাদের জন্য মাচটি জেতা বেশ কষ্টকর হবে