ভারতীয় দলকে ৮২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিল রোহিত শর্মার দলের। এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে বিরাট অঙ্কের পুরস্কার পাচ্ছে ভারতীয় দল।

বিসিসিআই জানিয়েছে দলের সঙ্গ থাকা সকলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে ৫৮ কোটি রূপি পুরস্কার দেবে তারা। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮১ কোটি ৬৪ লক্ষ টাকার সমান। এই টাকা দলের সঙ্গে থাকা সকল সদস্যের মাঝে বন্টন করা হবে।

বিজ্ঞাপন

পুরস্কার প্রদান সম্পর্কে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, টানা দুই আইসিসি আসরে ভারতের শিরোপা জয় বিশ্বমঞ্চে তাদের দলের প্রতি উৎসর্গ ও শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। আর তাদের এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য হলো তাদের সেই উৎসর্গের স্বীকৃতি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। এ নিয়ে রেকর্ড তৃতীয় বার এই শিরোপা জিতলো রোহিত শর্মার ভারত।

বিজ্ঞাপন