ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে,কখন,কোথায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলের জমজমাট লড়াইয়ে চলছে বিরতি। ফুটবলারদের এখন দায়িত্ব জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। মার্চের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে সব মহাদেশের দেশগুলো। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের হয়ে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলই খেলবে দুইটি করে ম্যাচ।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ফিফা বিশ্বকাপ-২০২৬ বাছাইয়ের দুই-তৃতীয়াংশ ম্যাচ ইতোমধ্যেই শেষ। ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে সব দলই। তবে এবারের দুই ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যেখানে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ম্যাচ

বিজ্ঞাপন

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের উইন্ডোতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার বড় দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে। যেখানে আর্জেন্টিনা দলে চোটের কারণে নেই লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫ টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে প্র‌থম ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শীর্ষরা। এরপর ২৬ মার্চ ভোর ৬ টায় আর্জেন্টিনার মাঠে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলকে হারাতে পারে আর্জেন্টাইনরা, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিশ্চিত করে ফেলতে পারে ২০২৬ বিশ্বকাপ খেলা। প্রথম ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবলে আর্জেন্টিনাই শীর্ষে আছে।

বিজ্ঞাপন

বাছাইপর্বে ব্রাজিল ভালো করতে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা দলটি মার্চের উইন্ডোতে খেলবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই ম্যাচ জিতে গেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরেকটি বিশ্বকাপ খেলা।

নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ২১ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে ২৬ মার্চ সকাল ৬ টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।