উরুগুয়ে-ব্রাজিল ম্যাচে নেই মেসি-দিবালা-মার্তিনেজ
-
-
|

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইয়ের এবারের দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল ও উরুগুয়ে। এমন বড় দুই ম্যাচের আগে অধিনায়ক লিওনেল মেসিকে যে আর্জেন্টিনা পাবেনা তা আগেই জানা গিয়েছিল। মেসির অবর্তমানে সেই দায়িত্ব পালন করেন পাওলো দিবালা। তিনিও ছিটকে গেছেন আগেই। এবার তাদের দলে যোগ হয়েছে আরো একজন। ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজও ছিটকে গেছেন চোটের কারণে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্তিনেজ। আর তাতেই ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে বড় ম্যাচের আগে দলের সেরা তিন তারকাকে হারালেন লিওনেল স্কালোনি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোটের কারণে বেঞ্চে বসে থাকতে হয়েছে মার্তিনেজকে। ইন্টার মায়ামির ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পাওয়ায় মেসিও ছিটকে গিয়েছেন দল থেকে। তাদের তারা থাকার কারণে আক্রমণভাগের নেতৃত্ব কারা দেবেন তা নিয়ে পুনরায় ভাবতে হবে স্কালোনিকে।
আগামী ২২ মার্চ (শনিবার) ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে হুলিয়ান আলভারেজরা। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসির দল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ব্রাজিল টেবিলের পাঁচে। পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ।