ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন হামজা-জামালরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ফুটবলে শেষবার ২০০৩ সালে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কয়েকবার ড্র করলেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারের ম্যাচে জয়ের দেখা পেতে চায় বাংলাদেশ। আর সে ম্যাচকে সামনে রেখে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বিজ্ঞাপন

এবারের ভারত সফরে ২৪ সদস্যের দল নিয়ে যাচ্ছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের আগে একজনকে বাদ দিতে হবে। ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন তিনি।

আজ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে জামাল ভূঁইয়ারা।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল

মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।