অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব
-
-
|

সাকিব আল হাসান
বিশ্ব ক্রিকেটে সাকিবের খ্যাতি অলরাউন্ডার হিসেবে। সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় নিঃসন্দেহে উপরের সারিতে থাকবেন তিনি। তবে এ খ্যাতি কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল বোলিং নিষেধাজ্ঞার কারণে। তবে আবারও নিজের পুরোনো রূপে ফিরেছেন তিনি। বোলিং নিষেধাজ্ঞার অভিশাপ থেকে অবশেষে মুক্তি মিলেছে এই টাইগার অলরাউন্ডারের।
গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হন সাকিব। এর প্রথমবার ইংল্যান্ডে ও দ্বিতীয়বার চেন্নাইয়ে অ্যাকশন পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব। তবে অবশেষে তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট।
লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে সাকিব তার তৃতীয় অ্যাকশন পরীক্ষা দেন ৯ মার্চ। যার ফলাফল তারা জানিয়েছে গতকাল। এ পরীক্ষায় কৃতকার্য হওয়ায় কোথাও আর বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকছে না তার উপর। ফলে আবারও নিজের অলরাউন্ডার পরিচয়ে ফিরতে পেরেছেন তিনি।
আওয়ামী লিগ সরকার পতনের পর থেকে দেশের বাইরেই অবস্থান করছেন সাকিব। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকার কারণে ছিলেন না বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। তবে নিষেধাজ্ঞা কাটলেও দেশের ক্রিকেটে সাকিবের ফেরা অনেকটাই অনিশ্চিত।