ফাইনাল ঘিরে ৭ হাজার টাকার কোটির বাজি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুবাইয়ে আজ রোববার মাঠে গড়াতে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল। গুরুত্বপূর্ণ এ ম্যাচকে ঘিরে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের জুয়াড়িরা। এরই মাঝে এবার বড় আকারের জুয়ার সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। তারা জানিয়েছে ফাইনালকে ঘিরে বাংলাদেশি মুদ্রায় ৭০০০ কোট টাকার বাজি ধরেছে ভারতের বিভিন্ন জুয়াড়ি গ্রুপ।

দেশটির বেটিং নজরদারি সুত্রের বরাতে এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তারা জানিয়েছে, ভারতে ক্রিকেটে জুয়া হরহামেশা ঘটলেও আইসিসি ইভেন্টে সেটা বেড়ে যায় বহুগুণে। তা ছাড়া আন্তর্জাতিক বুকি বা জুয়াড়িদের কাছে পছন্দের দল ভারত। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন দুবাইয়ে হওয়ায় সেখানে আন্তর্জাতিক বুকিদের তৎপরতাও বেশি। যে কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তৎপর রয়েছে তারা। তাছাড়া ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাং ‘ডি কোম্পানি’ও দুবাইয়ের আজকের বড় ক্রিকেট ম্যাচটির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

ফাইনালে জুয়ার অভিযোগে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছিল দিল্লির অপরাধ বিভাগ। যারা সেমিফাইনাল ম্যাচের সময় জুয়ায় জড়িত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই অনুসন্ধানী দল দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। এ কাজে ব্যবহৃত মোবাইল-ল্যাপটপসহ তাদের হাতেনাতে ধরে পুলিশ। এ ছাড়া সংশ্লিষ্ট আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয় তাদের কাছ থেকে।

জানা গেছে, বেটিং ব্যবসা চালু রাখতে পারভিন কোচার ৩৫ হাজার ভারতীয় রুপিতে একটি ঘর ভাড়া করে থাকতেন। প্রতিটি ম্যাচের দিনই তার লাভ থাকে ৪০ হাজার ভারতীয় রুপি। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জুয়া কার্যক্রমের এই পুরো নেটওয়ার্ক দুবাই থেকে নিয়ন্ত্রিত হয়। যেখানে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

বিজ্ঞাপন