ভারতকে ঠেকাতে সতর্ক অবস্থানে কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ রোববার মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুবাইয়ের মাটিতে এ ম্যাচে মাঠে নামার আগে ভারতের স্পিনারদের ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নিউজিল্যান্ড। যেখানে গ্রুপপর্বের ম্যাচে ৫ কিউই ব্যাটারকে মাঠ থেকে ফেরানো বরুণ চক্রবর্তীকে নিয়ে আলাদাভাবে ভাবছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামার আগে গতকাল শনিবার আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। সেখানে অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি জানান,‘ বরুণ রহস্য স্পিনার। তার উপর গ্রুপের ম্যাচে প্রথমবার আমাদের অনেক ব্যাটার বরুণের বিরুদ্ধে খেলেছিল। আশা করি ওই ম্যাচ থেকে ওরা অনেক কিছু শিখেছে। ফাইনালের পিচও একইরকম লাগছে। স্পিনাররা অবশ্য সেখানে সাহায্য পাবে।’

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, বরুণের আর্ম বলটা মারাত্মক। আমি যেটায় আগের দিন আউট হয়েছিলাম। ঘণ্টায় ১১৫ কিলোমিটার গতিতে করে। ওটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। জানি ফাইনালেও একইরকম চ্যালেঞ্জের সামনে পড়তে হবে আমাদের। তবে তার আগে নিজেদের যতটা সম্ভব তৈরি করে নেওয়ার চেষ্টা করছি।’

আইসিসির এই ফরম্যাটে লম্বা সময় পরে আবোরো ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ২০০০ সালে শিরোপা জেতার পর ২০০৯ সালে ফাইনালে উঠলেও অজিদের কাছে ৬ রানে হেরে হাতছাড়া হয় শিরোপা। তবে এবার আর কোনো ভুল চান না জানিয়ে কিউই অধিনায়ক জানান,‘ আমরা এখনও পর্যন্ত টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালে আরও ভালো খেলতে হবে আমাদের। জানি এই ম্যাচটার গুরুত্ব কতটা। বিশাল ম্যাচ। তবে আমরা যতটা সম্ভব ড্রেসিংরুম শান্ত রাখার চেষ্টা করছি। চেষ্টা করছি যাতে সবাই রিল্যাক্সড থাকে। কোনও বাড়তি চাপ আমরা নিতে চাই না। সবাইকে বলে দেওয়া হয়েছে, মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলা খেলো। আর ফাইনাল উপভোগ করো।’

বিজ্ঞাপন