রেকর্ড ডাকছে কোহলিকে
-
-
|

বিরাট কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাজে ফর্ম কাটিয়েছেন বিরাট কোহলি। তাকে দলে রাখা নিয়ে হয়েছে সমালোচনাও। তবে বড় আসরে কোহলি কখনও হতাশ করেন না এমন আশা নিয়েই তাকে দলে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশা পূরণ করতেও ভুল করেননি কোহলি। ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই, আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে সবার থেকে এগিয়েও কোহলি।
আগামীকাল ৯ মার্চ বরিবার চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন কোহলির সামনে হাতছানি দিচ্ছে দারুণ এক মাইলফলক।
কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ততটা ভালো করতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ফিরেছেন ব্যাট হাতে ব্যর্থ হয়ে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কোহলি খেলেছেন ১০০ রানের অপরাজিত ইনিংস। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রান করে হয়েছেন ম্যাচসেরা। তাই ফাইনালেও ব্যাট হাতে নিজের সেরাটা দিতে চাইবেন কোহলি। আর সেটা পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে। রেকর্ডটি নিজের করে নিতে কোহলির চাই আর ৪৬ রান। যেহেতু এটিই কোহলির শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি,তাই তিনিও চাইবেন রেকর্ডটি নিজের করে নিতে।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলির পর ৬৫৬ রান নিয়ে দুইয়ে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি জো রুট। ১৪ ইনিংসে ৫৮৫ রান নিয়ে এরপরই ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
তবে ফাইনালে অন্তত ৫৫ রান করতে পারলে আরেকটি মাইলফলকের দেখা পাবেন কোহলি। কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তখন দুইয়ে উঠে আসবেন কোহলি। ৩৮০ ইনিংসে ১৪২৩৪ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। কোহলির সংগ্রহ ২৮৯ ইনিংসে ১৪১৮০ রান। ৪৫২ ইনিংসে ১৮৪২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।