টি-টোয়েন্টির নেতৃত্ব যাবে কার হাতে?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন কুমার দাস

লিটন কুমার দাস

বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তবে ব্যাটে রান না থাকায় বছরের শুরুতেই টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। টি টোয়েন্টিতে এখনও অধিনায়কের নাম চূড়ান্ত হয়নি। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে হবে বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশ তাদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ডিসেম্বরে। ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সে সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন লিটন কুমার দাস। লিটনের নেতৃত্বে সে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তাই স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টিতে পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন লিটন।

বিজ্ঞাপন

কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি দলের অধিনায়ক এমন প্রশ্নের জবাবে আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব অধিনায়কত্বে।’

২০২৩ সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারী।

বিজ্ঞাপন

দলকে নতুন করে সাজানোর কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন,‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপ পরিকল্পনায় বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।'