মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কাঁধে নিয়ে গত বৃহস্পতিবার রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন দেশের ক্রিকেটে পঞ্চ পান্ডব খ্যাত ক্রিকেটারদের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার দিয়ে লাল-সবুজ জার্সিতে মাঠ মাতানো মুশফিক শেষদিকে এসে সাদাকালো ক্রিকেট খেললেও দেশের ক্রিকেটে তার অবদানকে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে দেশের হয়ে আজ পর্যন্ত সর্বোচ্চ ওয়ানডে খেলা মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থাটি।

দেশকে ৩৭ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার ব্যাটারকে বিদায় সংবর্ধনা দেওয়া নিয়ে আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান, ‘বিদায় সংবর্ধনা দেওয়া একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন মুশফিক। যেখানে তার নামের পাশে আছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতক। ওয়ানডেতে মুশফিকের সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের। টাইগারদের হয়ে ওয়ানডে বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলে ৩৪.৮ গড়ে মুশফিক করেছেন ১০৭৯ রান।

এশিয়া কাপে ২৫ ম্যাচে ৩৬.০৮ গড়ে ৮৩০ রান এসেছে তার ব্যাট থেকে। ব্যাট হাতে প্রতিপক্ষ বিবেচনায় মুশফিক সব থেকে বেশি রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ ইনিংসে ৩৯.৯১ গড়ে ১৪৩৭ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫.৫ গড়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২০৭ রান

বিজ্ঞাপন