বাফুফের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাফুফের আয়ের সিংহভাগ আসে ফিফার ফান্ড থেকে। সেই ফান্ডের অর্থ ব্যয়ে নির্দেশনা না মানায়, অর্থ ব্যয়ের স্বচ্ছতা না থাকায়,  ফিফা বাফুফেকে অর্থ ছাড়করণ করতো বেশি কিস্তিতে। বাফুফেকে পর্যবেক্ষণের পর ৬ বছর পর ফিফা সেই অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করেছে। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে বাফুফে। 

চিঠি আসার পরপরই কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিফা থেকে পাওয়া সুখবর দেয় ফেডারেশনের সচিবালয়। বাফুফের নতুন কমিটির জন্য এটা বেশ স্বস্তির খবর। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন,আমাদের উপর থেকে ফিফা ৬ বছর আগে অর্থনৈতিক যে জটিলতা আরোপ করেছিল তা তুলে নিয়েছে। অতীতে দীর্ঘ সময় ধরে যে কাজটি হয়নি আমরা তা মাত্র চার মাসেই করতে পেরেছি।’

বিজ্ঞাপন

বাফুফে সভাপতি হওয়ার পর তাবিথ আওয়াল একবার ফিফা সভাপতি ও দুইবার এএফসি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেল। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর। 

ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের।

বিজ্ঞাপন