কাতার বিশ্বকাপের দ্বিগুণ প্রাইজমানি ক্লাব বিশ্বকাপে
-
-
|

ছবি: সংগৃহীত
চলতি বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা কাতার বিশ্বকাপের দ্বিগুণের থেকেও বেশি।
২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি ডলার। যদিও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে কীভাবে এ অর্থ বণ্টন করা হবে তা নিয়ে কিছু জানায়নি ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সবার প্রথমে বলতে চাই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে আমাদের ১ ডলারও মুনাফা করার কোনো পরিকল্পনা নেই। যা আয় হবে তার পুরোটাই খরচ করা হবে। প্রাইজমানি হিসেবে আমরা ব্যয় করবো ১ বিলিয়ন ডলার। যা রেশিও অনুযায়ী ভাগ হবে ৩২ দলের মাঝে। পুরো আসরে আমাদের ২ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য।’
আসরে প্রথম বারের মত অংশ নেবে লিওনেল মেসি ক্লাব ইন্টার মায়ামি। যদিও ইন্টার মায়ামির খেলা নিয়ে তৈরি হয়েছিল বিকর্ত। নিয়ম অনুযায়ী বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়নরা এ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। যদিও ইন্টার মায়ামি নিজেদের লিগ থেকে ছিটকে গিয়েছিল প্লে-অফে।
আগামী ১৪ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটনসহ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটির ফাইনাল।