ওয়ানডে ক্রিকেটকে সবচেয়ে বাজে ফরম্যাট বললেন মঈন আলী

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মঈন আলী

মঈন আলী

সময়ের পরিক্রমায় অনেক আগেই চলে এসেছিল টি-টোয়েন্টি ক্রিকেট। এরপর আন্তর্জাতিক পর্যায়ে টি-টেন খেলা না হলেও বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টেন টুর্নামেন্ট। তাই ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেটের প্রতি মানুষের টান অনেকটাই কমে গেছে। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী মনে করেন ওয়ানডে ক্রিকেটের নিয়ম পরিবর্তন ধীরে ধীরে এটিকে সবথেকে বাজে ফরম্যাটে পরিণত করছে।

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় মঈন আলী জানান ওয়ানডে ক্রিকেটে নিয়ম পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে ব্যাটারদের জন্য অনুকূল করে তোলা হচ্ছে। ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপজয়ী মঈন বলেন,‘ওয়ানডে ফরম্যাট ইতোমধ্যেই তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেবল ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া বিশ্বজুড়ে এর তেমন চাহিদা নেই।’

বিজ্ঞাপন

কারণ হিসেবে কতগুলো নিয়মের কথা বলেন মঈন। তিনি বলেন,‘ওয়ানডের নিয়মগুলো অদ্ভুত। প্রথম পাওয়ারপ্লের পরে ফিল্ডারের অবস্থান নিয়ে ধরাবাধা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। যার কারণে যে বল গুলোতে সিঙ্গেল হওয়ার কথা না সেগুলোতে চার হয়ে যাচ্ছে। নিয়মগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যাটাররা সুবিধা পায়।’

এরপর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সমালোচনা করেন মঈন। তিনি বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বড় ক্ষতি করছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট। এখানে কেবল অর্থের ছড়াছড়ি। আর এই অর্থের পরিমাণ এতই বেশি যে আপনি চাইলেই এটাকে অবহেলা করতে পারবেন না। সামনের দিনগুলোতে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্রুত অবসর নেবে যাতে করে তারা ফ্রাঞ্চইজি ক্রিকেট খেলতে পারে।’

বিজ্ঞাপন