‘গাভাস্কার একটু বেশিই আজেবাজে কথা বলেন’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলকে নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা হচ্ছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পারার কারণে সে সমালোচনা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে সাবেক ভারতীয় ক্রিকেটাররা সুযোগ পেয়েই পাকিস্তানকে নিয়ে করছেন হাসাহাসি।

ভারতীয়দের মাঝে পাকিস্তানকে সমালোচনার দিকে দিয়ে সবার উপরে আছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হারের পর গাভাস্কার বলেছিলেন যে ভারতের বি’ টিমও পাকিস্তানকে সহজেই হারাতে পারে। এবার গাভাস্কারের সে কথার পাল্টা জবাব দিলেন সাবেক পাকিস্তানের কোচ জেশন গিলেস্পে। তার মতে গাভাস্কার একটু বেশিই উল্টাপাল্টা বলেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক কোচ গিলেস্পে বলেন,‘পাকিস্তানকে নিয়ে আমি গাভাস্কারের কিছু মন্তব্য শুনেছি যেখানে তিনি বলেছেন ভারতের ‘বি’ টিম কিংবা ‘সি’ টিমও পাকিস্তানকে হারাতে পারে। তার এ কথাগুলো একদমই আজেবাজে কথা। পাকিস্তান যদি তাদের সেরা খেলোয়াড়গুলো খুঁজে বের করে এবং তাদের সুযোগ দেয় তাহলে যে কোনো দলকে তারা হারাতে পারবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

অবশ্য গাভাস্কারের মন্তব্যকে খুব একটা আজেবাজে কথা বলা যায় না। কারণ শেষ ৭ বারের ওয়ানডে দেখায় ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। তবে পাকিস্তানকে নিয়ে গাভাস্কারের এমন মন্তব্যকে ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক কোচ গিলেম্পে।

বিজ্ঞাপন