ম্যারাডোনার মৃত্যুর বিচার শুরু মঙ্গলবার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিয়াগো ম্যারাডোনা

ডিয়াগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে কর্তব্যরত চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কিনা তা জানতে বিচারিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনার আদালত। মূলত তার মৃত্যুর পর চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলা হয়েছিল যেটির বিচার গত বছর শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত পিছিয়ে চলতি বছরের মার্চে আনা হয়। তারই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সান ইসিদ্রোতে শুরু হতে যাওয়া চার মাসব্যাপী এই বিচারিক কার্যক্রমে ম্যারাডোনার পরিবার এবং চিকিৎসকসহ ১০০ জনের বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। সেখানে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে কারাবাসের সাজা হতে পারে ৮ থেকে ২৫ বছর পর্যন্ত।

বিজ্ঞাপন

২০২০ সালের ২৫ নভেম্বর রাজধানী বুয়েনস এইরেসে নিজ বাসায় মারা যান ফুটবলের ইতিহাসে এই বরপুত্র। ময়নাতদন্তে ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যুর কথা জানা যায়। তবে ম্যারাডোনা শেষ সময়ে সঠিক চিকিৎসা ও পরিচর্যা পেয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। সেই বিতর্কের জের ধরেই পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয়। যেখানে উঠে আসে ভয়ংকর সব তথ্য!

তদন্তে জানা গেছে মৃত্যুর আগে শেষ ১২ ঘণ্টায় তীব্র যন্ত্রণায় ভোগেন ম্যারাডোনা। সে সময় পর্যাপ্ত চিকিৎসা পাননি। এমনকি ঠিক সময়ে হাসপাতালে নেওয়া হলে তিনি বেঁচে যেতে পারতেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
তার মৃত্যুর তিন বছর পরে ২০২৩ সালে আর্জেন্টিনার আপিল আদালত জানান, চিকিৎসায় নিয়োজিত নিউরোসার্জন লিওপোল্ডো লুকু, মনোবিদ অগাস্তিনা কোসাচোভসহ আরও ছয়জনকে ম্যারাডোনার মৃত্যুর বিষয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে বাসায় ম্যারাডোনাকে ‘অসতর্ক’ ও ‘অপ্রতুল’ চিকিৎসাসেবা প্রদানের অভিযোগ এনেছে ম্যারাডোনার পরিবার।

বিজ্ঞাপন