শাইনপুকুরকে উড়িয়ে দিল ব্রাদার্স, জিতল গাজী গ্রুপও

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ শুক্রবার জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপিতে আজ শুক্রবার টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলের হয়ে ৯৬ বলে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন মো. রহিম আহমেদ। আগের ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও আজকে মাত্র ৪০ রান করে অলক কাপালির বলে সাজঘরে ফেরেন অনিক সরকার। গত ম্যাচে সেঞ্চুরি করা শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসান রহমান আউট হন ৪৭ এর ঘরে। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন আল আমিন হোসাইন। অলক কাপালি ২টি ও ইয়াসিন আরাফাত মিশু ও রাকিবুল আতিক নেন ১ টি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা মাহফিজুল ইসলাম রবিন ১১৪(১২৭) ও তিনে নামা মিজানুর রহমানের ১৩৬(১২৯) সেঞ্চুরিতে প্রয়োজনীয় পুঁজি তুলে নেয় ব্রাদার্স। মিজান ইনজুরি হয়ে মাঠ ছাড়লেও অধিনায়ক মাইশুকুর রহমানের ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ব্রাদার্স। শাইনপুকুরের হয়ে ২টি উইকেট তুলে নেন মো. রহিম আহমদ।

সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২৮৮/৯ ( মোঃ রহিম আহমদ ৯৫(৯৬),রাফসান ৪৭(৬৪),অনিক ৪০(৫৭); আল আমিন ৫০/৫,৪৮/২)
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ৪৮.৫ ওভারে ২৯২/৩( রবিন ১১৪(১২৭), মিজানুর ১৩৬(১২৯); রহিম ৪৩/২)
ফলাফল: ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মিজানুর রহমান(ব্রাদার্স ইউনিয়ন)

বিজ্ঞাপন


এদিকে দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.২ বলের সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের পুঁজি তুলে অগ্রণী ব্যাংক। ওপেনিং ব্যর্থতার পরে দলের হাল ধরা অমিত হাসান খেলেন ১১১ বলে ৮৯ রানের ইনিংস। আর ৬১ বলে ফিফটি করে ফেরেন অধিনায়ক ইমরুল কায়েস। গাজী গ্রুপের আবু গাফ্ফার সাকলাইন ৩টি, তোফায়েল আহমেদ ও ইসলাম মুকিদুল মুগ্ধ ২টি করে উইকেট নেন। আর মো. আবু হাসিম ও শামসুর রহমান শুভ নেন ১ টি করে উইকেট।
২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ। ওপেনিংয়ে নামা সাদিকুর রহমানে ৯৬ বলে ৮৯ রানের ইনিংস দলে আত্মবিশ্বাস আনলে বাকি কাজটা শেষ করেন তোফায়েল আহমেদ ৫২(৬৪) ও শামসুর রহমান শুভ ৩৮(৭৭)। এই জুটি যোগ করে ৯০ রান। তাতে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।

সংক্ষিপ্ত স্কোর-
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪৬.২ ওভারে ২১৬/১০( অমিত ৮৯(১১১) ইমরুল কায়েস ৫০(৬১); সাকলাইন৩৫/৩, তোফায়েল ২৪/২)
ফলাফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তোফায়েল আহমেদ