ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার তালিকায় স্মিথ-ফিলিপস-গিল
-
-
|

ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচনে মনোনীত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তিন জনের এ সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও ভারতের শুভমান গিল।
ভারতের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্মিথ। ফেব্রুয়ারি মাস জুড়ে টেস্টে ব্যাট হাতে স্মিথ দারুণ পারফরম্যান্স করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে পেয়েছেন দুই সেঞ্চুরি। যেখানে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিন এ অজি ব্যাটার। যদিও এরপর ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেননি স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেব্রুয়ারিতে হওয়া দুই ম্যাচেই ফিরেছেন ব্যাট হাতে ব্যর্থ হয়ে।
অন্যদিকে ভারতের শুভমান গিল ওয়ানডেতে গত মাসে আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ফেব্রুয়ারিতে ওয়ানডেতে ৫ ম্যাচে গিল ১০১.৫ গড়ে করেছেন ৪০৬ রান। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ৯৪.১৯। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ে হয়েছিলেন সিরিজ সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০১ ও পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৬ রান।
সেরা হওয়ার দৌড়ে পিছিয়ে নেই নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপস। বর্তমান সময়ের সেরা ফিল্ডার ফিলিপস ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডেতে ১২৪.২১ স্ট্রাইকরেটে করেছেন ২৩৬ রান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ১০৬ রানের ইনিংস খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও একই প্রতিপক্ষে বিপক্ষে খেলেছেন ঝড়ো ৬১ রানের ইনিংস।