মালয়েশিয়া-থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে আজ অঘোষিত কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্ট ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানে স্বাগতিক ইরানের বিপক্ষে মাঠে নামবে মেয়েরা।

বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দলই ভারতের কাছে হেরেছে। তবে মালয়েশিয়াকে হারিয়েছে দুই দলই। তাই গ্রুপে বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দলের পয়েন্ট ছিল সমান। এর ফলে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল।‌

বিজ্ঞাপন

২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ। এ জয়ে ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরান। বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।আর সাড়ে সাতটায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

আট বছর পর ইরানে শুরু হওয়া এশিয়ার কাবাডি চ্যাম্পিয়নশিপ সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আজ শুক্রবার দুটি সেমিফাইনাল ও আগামীকাল শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন