ফাইনালের আগে দুঃসংবাদ কিউই শিবিরে
-
-
|

ম্যাট হেনরি
গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ৮ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। এবার ফাইনালে সেই একই প্রতিপক্ষ। তবে কিউইদের হয়ে ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাট হেনরি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মূলত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হওয়া কাঁধের ইনজুরির কারণে ফাইনাল মিস করতে পারেন হেনরি।
লাহোরে এবারের আসরে দ্বিতীয় সেমিতে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে কিউইরা। সে ম্যাচে হেনরিক ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পার এ পেসার। যদিও চোট তখন ততটা গুরুতর মনে হয়নি কারণ তার কিছুক্ষণ পরেই আবার মাঠে নেমেছিলেন তিনি।
ফাইনালে হেনরিকে পাওয়া নিয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার আশাবাদ প্রকাশ করলেও কোচ গ্যারি স্টিড জানিয়েছেন হেনরির খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত না।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হেনরি। এবারের আসরে ৪ ম্যাচে ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। হেনরি যদি খেলতে না পারেন তবে, তার পরিবর্তে পেসার জ্যাকব ডাফিকে দেখা যেতে পারে ফাইনালে।