ফাইনালের আগে রোহিতকে সতর্ক করলেন গাভাস্কার
-
-
|

রোহিত শর্মা
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে আগামী রোববার দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। আসরে টানা জয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত দুর্দান্ত ফর্মে আছে। তাই নিজেদের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে প্রতিদ্বন্দ্বী কিউইদের বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। তবে দল ফর্মে থাকলেও রোহিত মাঠে লড়ছে আগের মতো। ফাইনালে নামার আগে তাই দলনেতাকে সতর্ক করলেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার।
আইসিসির চলতি আসরে চার ইনিংসে ১০৪ রান তুলেছেন রোহিত। ১০৭.২১ স্ট্রাইক রেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে প্রায়ই অল্প রানে উইকেট হারান রোহিত। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর অবশ্য রোহিতের পারফরম্যান্স চেয়ে ইমপ্যাক্টে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়েছিলেন কয়েকদিন আগে। তবে গাভাস্কার বলছেন ভিন্ন কথা।
গাভাস্কার মনে করেন ২২ গজে রোহিত বেশিক্ষণ থাকতে পারলে সেটা দলকে আত্মবিশ্বাস যোগাতে এবং রান ৩০০ এর উপরে নিতে সাহায্য করবে। সাবেক তারকা এই ব্যাটার জানান,‘ যদি সে (রোহিত) ২৫ ওভারও ব্যাট করে, ভারত প্রায় ১৮০-২০০ রান করবে। কল্পনা করুন, যদি তখন তারা মাত্র কয়েকটি উইকেট হারায়; ভাবুন তারা কী করতে পারবে। তারা ৩৫০ বা তার বেশি লক্ষ্যে পৌঁছাতে পারে।’
তিনি আরও বলেন,‘ তাকেও কিছু ভাবনা দিতে হবে। আক্রমণাত্মকভাবে খেলা এক কথা, কিন্তু কোথাও কোথাও বিচক্ষণতা থাকতে হবে যেন সে ২৫-৩০ ওভার ব্যাট করার সুযোগ পায়। যদি সে সেটা করে, তবে সে প্রতিপক্ষের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়ে যাবে। এমন ধরনের প্রভাবই ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। এরপর তিন ম্যাচে যথাক্রমে ২০, ১৫ ও ২৮ রান করে আউট হন তিনি।