‘ফাইনালে ভারতীয় একাদশে ৪ স্পিনার রাখা উচিত’
-
-
|

ছবি: সংগৃহীত
টানা জয়ে উড়তে থাকা ভারত আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের ফাইনালে মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে অস্ট্রেলিয়াকে টপকালেও দলের আরো উন্নতির জায়গা আছে বলে মনে করে দলের সাবেক তারকা খেলোয়াড় সুনীল গাভাস্কার। তার মতে ওপেনিংয়ে ভালো জুটি ও মিডল ওভারে উইকেট পাচ্ছে না রোহিত শর্মার দল। এমন অবস্থায় ফাইনালে দলের স্কোয়াডে কোনো পারিবর্তন না এনে দলের খেলোয়াড়দের ভালোভাবে সাজানোর মত দিয়েছেন তিনি।
প্রথম ১০ ওভারে বেশি উইকেট নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আপনি ওপেনারদের দেখেন, তারা আসলে দলকে যে ধরনের শুরু দেওয়ার আশা করেছিল, তা দেয়নি। সুতরাং, স্পষ্টতই, আমি মনে করি এখানে একটি ঘাটতি রয়েছে।
তিনি আরো বলেন, ‘নতুন বল নিয়ে, আপনি প্রথম ১০ ওভারে কয়েকটা উইকেট নিতে চাচ্ছেন। আপনি অবশ্যই ২ বা ৩টি উইকেট নিতে চাইবেন। সেটাও আসলে ঘটে না। মিডলওভারে আমরা উইকেট পাইনি, যদিও রান তেমনভাবে বাড়েনি । সুতরাং, এই বিষয়গুলোতে উন্নতি করলে, চ্যাম্পিয়নশিপ জিততে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
স্কোয়াডে কোনো পরিবর্তন না এনে বরং ৪ স্পিনার খেলার ফর্মুলা ধরে ভারতের আগানো উচিত বলে মনে করেন ৭৫ বছর বয়সী কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি মনে করি দলে ৪ জন স্পিনার রাখা উচিত। ফাইনালে নামার আগে কেন পরিবর্তন করা হবে? দলে বরূণ চক্রবর্তীর ও কুলদীপের অন্তর্ভুক্তি দেখিয়েছে যে তারা কেমন আক্রমণ দিতে পারে। এছাড়াও তাদের উইকেট নেওয়া বলগুলো সীমিত ওভারের ক্রিকেট বা যেকোনো ফরম্যাটের খেলার সেরা ডট বল। তারা যেহেতু ভালো করছে তাই কোন পরিবর্তন হওয়া উচিত না।’